চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান মিডিয়াটেক এবং কোয়ালকম চলতি বছরে চিপসেট বাজারে আধিপত্য বিস্তার করবে। এক্ষেত্রে ৩৭ শতাংশ শেয়ার নিয়ে বাজারের শীর্ষে থাকবে মিডিয়াটেক। অন্যদিকে ফাইভজি সেগমেন্টে অনেকটা কাছাকাছি থাকবে কোয়ালম।
কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ বিশ্লেষণে আরও বলা হয়েছে, টেক্সাসে স্যামসাং কারখানা থেকে রেডিও- ফ্রিকোয়েন্সি ইন্টিগ্রেটেড সার্কিটস (আরএফআইসি) এর অব্যহত সরবরাহ থাকায় কোয়ালকমের চেয়ে বাজারে এগিয়ে থাকবে মিডিয়াটেক।
তবে এবছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে হাইসিলিকন। শীর্ষ পাঁচ এর তালিকা থেকে ছিটকে পড়বে প্রতিষ্ঠানটি। আর সেখানে জায়গা করে নেবে চীনের সাশ্রয়ী চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিসক।

প্রতিবেদনে বলা হয়, শীর্ষ তিন প্রতিষ্ঠানের মধ্যে বাজারে শেয়ারের ব্যবধান খুব কমই থাকবে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াতে শুরু করবে কোয়ালকম। ফাইভজি সম্বলিত ১০টি স্মার্টফোনের ৯টিতেই কোয়ালকম, অ্যাপল অথবা মিডিয়াটেকের চিপসেট থাকবে। এক্ষেত্রে স্যামসাং বেশ পিছিয়ে থাকবে।
ডিবিটেক/বিএমটি